যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুক হামলা, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ এএম, ৩১ জানুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৩০ জানুয়ারি) লেকল্যান্ড পুলিশ বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ বলছে, আহত ১০ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন> যুক্তরাষ্ট্রের আটলান্টা শপিং সেন্টারের কাছে বন্দুক হামলা

সংবাদ সম্মেলনে লেকল্যান্ড পুলিশ প্রধান স্যাম টেইলর বলেন, বিকাল ৩ টা ৪৩ মিনিটে আইওয়া এভিনিউ নর্থ ও প্লাম স্ট্রিটের কাছে একটি স্থানে গোলাগুলির খবর পেয়ে ছুটে যায় পুলিশ।

আরও পড়ুন> যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টে বন্দুক হামলা, নিহত অন্তত ১০

তিনি জানান, আহতদের সবার বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

লেকল্যান্ড পুলিশ এখনও সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, চারজন বন্দুকধারী তাদের গাড়ি থেকে রাস্তার উভয় পাশে গুলি করে।

আগে থেকেই টার্গেট করে এ হামলা হয়েছে বলেও জানান টেইলর।

সূত্র: এবিসি নিউজ

এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।