আসছে কেন্দ্রীয় বাজেট, নজর রাখছে পশ্চিমবঙ্গ সরকার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২১ জানুয়ারি ২০২৩
ছবি সংগৃহীত

ধৃমল দত্ত কলকাতা:

হাতে গোনা আর মাত্র কয়েক দিন, তারপরেই পেশ করা হবে ভারতের কেন্দ্রীয় বাজেট। সামনেই লোকসভা নির্বাচন। রয়েছে ১০ রাজ্যে বিধানসভার নির্বাচন। তাছাড়া পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনও যে কোনো সময় ঘোষণা হতে পারে।

এই নির্বাচনে মধ্যবিত্তের কথা মাথায় রেখেই নরেন্দ্র মোদী সরকার ১ ফেব্রুয়ারি ২০২৩ সালের বাজেট পেশ করবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারের বাজেট পেশ করবেন।

আরও পড়ুন> ভারতের বাজেট ইতিহাসের চমকপ্রদ কিছু তথ্য

প্রতি বছর বাজেট নিয়ে সাধারণ মানুষের অনেক আশা-প্রত্যাশা থাকে। আর সেদিকে লক্ষ্য রেখে কেন্দ্রীয় সরকার বাজেট তৈরি করার চেষ্টা করে। অর্থনীতির পাশাপাশি এতে গুরুত্ব দেওয়া হয় কৃষিকে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারে এটাই শেষ বাজেট হতে যাচ্ছে।

কয়েক দিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, তিনি নিজে এক মধ্যভিত্তিক পরিবারের সন্তান। তাই মধ্যবিত্তের চাপ বোঝেন।

আরও পড়ুন> ভারতে ‘অসমতা’ নিরসনের বাজেট চায় আইএমএফ

এ কথা শোনার পর থেকে স্বাভাবিকভাবে মধ্যবিত্তের একাংশের মনে আশা, এবারের বাজেটে আয় করে যদি কিছুটা সুরাহা মেলে। নতুন কর ব্যবস্থার অধীনে বার্ষিক আয়করে ছাড়ের সীমা বর্তমান ২ দশমিক ৫ লাখ রুপি থেকে বার্ষিক ৫ লাখ রুপি পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।

সব কিছু মিলেয়ে এবারের কেন্দ্রীয় বাজেটের ওপর কড়া নজর রাখছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের ২০২২ সালের বরাদ্দ বেড়েছিল ৮ গুণ। ২০২২ সালের রাজস্ব আদায় বেড়েছিল ৩ দশমিক ৭৬ গুণ। কৃষ পরিকাঠামোতে বরাদ্দ বেড়েছিল ১১ দশমিক ৩ গুণ। এছাড়াও বিভিন্ন খাতে বাড়ানো হয়েছিল বরাদ্দ। পশ্চিমবঙ্গ রাজ্যের বাজেটে ঘাটতি থাকা সত্বেও এবারের বাজেটে বরাদ্দ আরও বাড়ার আশা করছে বিশেষজ্ঞরা।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।