পদত্যাগের ঘোষণার পর জেসিন্ডা বললেন, ভালো ঘুম হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০১ পিএম, ২০ জানুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

হঠাৎই পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তার এ ঘোষণায় হতবাক জেসিন্ডার ভক্ত-অনুরাগীরা। তবে পদত্যাগের ঘোষণার পর জেসিন্ডা বললেন, এতে তার কোনো অনুশোচনা নেই। বরং রাতে ভালো ঘুম হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে লেবার পার্টির নেত্রী ৪২ বছর বয়সী জেসিন্ডা এ বছরের ৭ ফেব্রুয়ারি তার অফিসিয়াল শেষ দায়িত্ব পালন করবেন।

আগামী ১৪ অক্টোবর নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন জরিপ বলছে, এবারের নির্বাচনে পুনরায় জয় লাভ করা লেবার পার্টির জন্য কঠিন হবে।

প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেছিলেন, তিনি তার স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাব্য প্রার্থীদের প্রকাশ্যে সমর্থন করবেন না।

আরও পড়ুন> পদত্যাগের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা

শুক্রবার (২০ জানুয়ারি) নেপিয়ারের একটি বিমানবন্দরের বাইরে আরডার্ন বলেন ‘দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবারের মতো ভাল ঘুমিয়েছেন’ তিনি। আরডার্ন বলেন ‘নেতৃত্বে থাকা নারীদের এবং ভবিষ্যতে নেতৃত্বের কথা বিবেচনা করা মেয়েদের জন্য একটি বার্তা, আপনার একটি পরিবার থাকতে পারে এবং বিভিন্ন দায়িত্ব থাকতে পারে তবে আপনি নিজের স্টাইলে নেতৃত্ব দিতে পারেন।

বৃহস্পতিবার, তিনি আরও বলেন, তিনি তার পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে এবং এ বছরের শেষে যখন তার মেয়ে স্কুল শুরু করবে তখন সেখানে থাকার জন্য উন্মুখ হয়ে আছেন।

আগামী রোববার লেবার পার্টির পরবর্তী নেতা নির্বাচন হওয়ার কথা রয়েছে।

জেসিন্ডার উত্তরসূরি হিসেবে সবার আগে শোনা যাচ্ছে ক্রিস হিপকিনসের নাম। ২০০৮ সালে তিনি লেবার পার্টি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালের নভেম্বরে তাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। করোনা মোকাবিলায় তার নেওয়া পদক্ষেপ দারুণভাবে প্রশংসিত হয়।

আরও পড়ুন> অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন জাসিন্ডা 

নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী ৩৯ বছর বয়সী কিরি অ্যালানও হতে পারেন জেসিন্ডা আরডার্নের উত্তরসূরি। জয়ী হলে তিনি মাওরি বংশোদ্ভূত দেশের প্রথম প্রধানমন্ত্রী ও প্রথম সমকামী নেতা হবেন। এ ছাড়া ৪২ বছর বয়সী মাইকেল উডও রয়েছেন এ তালিকায়। ২০২০ সালের নির্বাচনে জেসিন্ডার জয়ের পর তিনি দেশটির যোগাযোগ ও কর্মক্ষেত্র নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হন। গত বছরের মাঝামাঝি সময়ে মন্ত্রিসভায় রদবদল হলে অভিবাসনবিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পান।

সূত্র: বিবিসি

এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।