কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের ৪৩ প্রকাশনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

ধৃমল দত্ত, কলকাতা:

২০২৩ সালের কলকাতা আন্তর্জাতিক বই মেলার তারিখ ঘোষণা হয়েছিল অনেক আগেই। ৪৬তম এই বই মেলার উদ্বোধন হবে ৩০ জানুয়ারি। বই প্রেমিদের জন্য মেলা খুলে দেওয়া হবে ৩১ জানুয়ারি।

বই মেলার উদ্ধোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বই মেলার স্থায়ী ঠিকানা কলকাতার সল্টলেকের সেন্ট্রালপার্ক প্রাঙ্গণ।

এবার বিকেল সারে চারটার পরিবর্তে দুপুর দুইটায় ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হবে। সল্টলেক মেলা প্রাঙ্গণে পরিদর্শন করতে এসে এমনটাই জানালেন গিল্ডের সেক্রেটারি ত্রিদিব চট্টোপাধ্যায়।

আরও পড়ুন> কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে ৩০ জানুয়ারি

মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। কলকাতা আন্তর্জাতিক বইমেলার লোগো এঁকেছেন শুভপ্রসন্ন । থিম কান্ট্রি স্পেন।

প্রতিবছরের মতো এ বছরও কলকাতা বইমেলার প্রধান আকর্ষণ বাংলাদেশ প্যাভেলিয়ান। বাংলাদেশ থেকে প্রায় ৪৩টি প্রকাশনা সংস্থা অংশ নিতে পারে বলে জানা গেছে। যদিও সরকারিভাবে এখনো বাংলাদেশের প্যাভিলিয়ন ও আয়তন সম্পর্কে কিছুই জানানো হয়নি।

এবারের বই মেলাতেও কয়েকশো বই ও লিটল ম্যাগাজিনের স্টল থাকবে। থাকবে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন খাবারের স্টল। প্রতিদিনই কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মুক্তমঞ্চে। এছাড়াও গত বছরের মতো এ বছরও বইমেলা দেখা যাবে ভার্চুয়ালি।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।