ভারতের দুই কাশির সিরাপ সেবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৩ এএম, ১৩ জানুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

ভারতে তৈরি কাশির সিরাপ অ্যাম্ব্রোনল ও ডক-১ ম্যাক্স সেবনের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সম্প্রতি উজবেকিস্তানে ভারতীয় কোম্পানি ম্যারিয়ন বায়োটেকের ডক-১ ম্যাক্স সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় এ সতর্কবার্তা দিলো সংস্থাটি।

আরেকটি সিরাপ হলো, একই কোম্পানির ‘অ্যামব্রোনল’। আপাতত শিশুদের চিকিৎসায় এ দুটি সিরাপ দিতে নিষেধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এরই মধ্যে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ডব্লিউএইচও বলে, উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় অ্যাম্ব্রোনল ও ডক-১ ম্যাক্স সিরাপে অগ্রহণযোগ্য পরিমাণে ডাইথাইলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল পাওয়া গেছে।

ডাইথাইলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল মানবদেহের জন্য বিষাক্ত ও এটি সেবনে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। সতর্কবার্তায় ডব্লিউএইচও বলে, ভারতের ম্যারিয়ন বায়োটেক কোম্পানির উৎপাদিত ওষুধ কিংবা চিকিৎসাপণ্যগুলো নিম্নমানের। তাছাড়া, কোম্পানিটি এসব পণ্যের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে।

সংস্থা আরও বলে, আমাদের ধারণা, উজবেকিস্তানসহ এ অঞ্চলের অন্য দেশগুলোতেও সিরাপ দুটি বাজারজাতের অনুমতি রয়েছে। পণ্য দুটি এসব দেশে বিধিবহির্ভূতভাবে সরবরাহ করা হয়।

‘নিম্নমানের এসব পণ্য মানুষের অনিরাপদ। এসব পণ্যের ব্যবহারে শিশুরা গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে। এমনকি, মারাও যেতে পারে।

কয়েকসপ্তাহ আগে গতবছরের ডিসেম্বরে ম্যারিয়ন বায়োটেকের তৈরি সিরাপ সেবনে উজবেকিস্তানের অন্তত ২০ শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। ওই শিশুরা কোম্পানিটির ডক-১ ম্যাক্স সিরাপ সেবন করেছিল বলে জানা যায়।

এদিকে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ম্যারিয়ন বায়োটেক। তবে উজবেকিস্তানে শিশুমৃত্যুর ঘটনাটি সামনে আসার পর ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ম্যারিয়ন কোম্পানির সব ওষুধ উৎপাদন বন্ধ করার নির্দেশ দেয়।

অন্যদিকে, চলতি সপ্তাহেই ভারতের উত্তর প্রদেশের খাদ্য নিরাপত্তা বিভাগ ম্যারিয়ন বায়োটেকের পণ্য উৎপাদনের লাইসেন্স বাতিল করে। জানা যায়, কোম্পানিটি উত্তর প্রদেশেই অবস্থিত।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।