জাপানে বার্ড ফ্লুর প্রকোপ, এক কোটি মুরগি নিধন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১০ জানুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

জাপানে ছড়িয়ে পড়েছে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু। কর্তৃপক্ষ ভাইরাসটি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। এরই মধ্যে নিধন করা হয়েছে প্রায় এক কোটি ব্রয়লার মুরগি। বার্ড ফ্লুর কারণে বিশ্বজুড়েই সংকটে পড়েছে এইখাত। খবর ব্লুমবার্গের।

দেশটির কৃষিমন্ত্রণালয় জানিয়েছে, এই মৌসুমে ৯০ লাখ ৯৮ হাজার ব্রয়লার মুরগি নিধন করা হয়েছে, যা ২০২০ সালের ঘটনাকে ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন>বার্ড ফ্লু এড়িয়ে মুরগির মাংস ও ডিম খাওয়ার উপায়

জাপানে ভাইরাসটি ছড়িয়ে পড়ার কারণে মূলত বিশ্বজুড়েই উদ্বেগ বেড়েছে। এরই মধ্যে খামারগুলো এ সম্পর্কিত পণ্য সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে মূল্যস্ফীতির চাপ আরও বাড়ছে।

কৃষিমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মৌসুমে ৪৭ অঞ্চলের ২৩টি জায়গায় ভাইরাসটি শনাক্ত হয়েছে। প্রত্যেক বছরের অক্টোবরে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ে। পরিযায়ী পাখিই মূলত এ জন্য দায়ী।

আরও পড়ুন> বার্ড ফ্লু কতটা মারাত্মক, জেনে নিন এখনই

এমন পরিস্থিতিতে বন্য পাখিদের প্রবেশ ঠেকাতে বেষ্টনী ঠিক করার মতো পদক্ষেপ নিতে কৃষকদের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ভাইরাসটি সাধারণত মানুষকে সংক্রমিত করে না, যদিও কিছু বিরল ঘটনা ঘটতে পারে।

ভাইরাসটি সাধারণত পাখির শরীর থেকে ছড়িয়ে পড়ে। আক্রান্ত পাখিরা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই চলে যায় বলে রোগটিও দ্রুত ছড়ায়। বার্ড ফ্লু বায়ুবাহিত রোগ হিসেবে বিবেচিত।

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।