ব্রাজিলে দাঙ্গা

সাবেক প্রেসিডেন্টের পেটে ব্যথা, হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫ এএম, ১০ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

অতি-ডানপন্থি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো পেটে ব্যথা নিয়ে ফ্লোরিডার হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্টে রোববার দিনভর হামলা চালান জেইর বলসোনারোর সমর্থকরা। এঘটনার পর ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে সেখানে। জানা গেছে, এ পর্যন্ত দেড় হাজার জনকে আটক করা হয়েছে।

বলসোনারো, প্রেসিডেন্ট কার্যালয়ে তার মেয়াদ শেষ হওয়ার কয়েক দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। জানা গেছে, সোমবার অরল্যান্ডোর একটি হাসপাতালে গিয়েছিলেন তিনি। ২০১৮ সালে নির্বাচনী প্রচারের সময় তিনি ছুরিকাঘাতজনিত কারণে পেটে ব্যথা অনুভব করছিলেন বলে জানা যায়। তবে তার চিকিৎসক জানান, সামান্য অসুস্থ হলেও তা গুরুতর নয় এবং সম্ভবত অস্ত্রোপচারের প্রয়োজন হবে না তার।

বিজ্ঞাপন

সিএনএনকে এক সাক্ষাৎকারে বলসোনারো বলেন, তিনি জানুয়ারির শেষ অবধি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার পরিকল্পনা করেছিলেন, তবে এখন তার চিকিৎসার জন্য শিগগির ব্রাজিলে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রোববার এই হামলার তীব্র নিন্দা জানান দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, একজন বামপন্থি নেতা। তিনি গত অক্টোবরের নির্বাচনে বলসোনারোকে হারিয়ে ১ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন। রাজধানী গুরুত্বপূর্ণ ভবনে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আরও পড়ুন> ব্রাজিলের প্রেসিডেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা

রোববার, বিক্ষুব্ধ জনতা কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট ভবনে তাণ্ডব চালায়। তারা জানালা, আসবাবপত্র ও শিল্পকর্ম ভাঙচুর করে।আশির দশকে ব্রাজিলের গণতন্ত্র ফিরে আসার পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর এবারই বড় হামলার ঘটনা ঘটলো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন> ব্রাজিলে দাঙ্গা: গ্রেফতার ২০০

এদিকে, রোববারের হামলার ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন ব্রাজিলের বিচারবিষয়ক মন্ত্রী ফ্লাভিও ডিনো। আর দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রোসা ওয়েবার বলেন, রোববার ব্রাসিলিয়ায় নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের সবাইকে তদন্তের আওতায় আনা হবে।

সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন

এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।