সবুজ হয়ে উঠছে মক্কা-মদিনার পাহাড়-পর্বত, ভিডিও ভাইরাল
যা আগে কখনো কল্পনাও করা হয়নি, ঠিক তাই দেখা গেলো। যেখানে ছিল না প্রাণের অস্তিত্ব, ছিল শুধু ধূসর মরুভূমি। এখন সেখানে দেখা যাচ্ছে সবুজের সমারোহ। ভরে গেছে গাছ, লতা-পাতায়। পশ্চিম সৌদি আরবে অর্থাৎ মক্কা-মদিনার পাহাড়-পর্বতের অবিশ্বাস্য-নজিরবিহীন এই ছবি ধরা পড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট ক্যামেরায়।
জানা গেছে, ২০২২ সালের ডিসেম্বরের পর সৌদি আরবের কিছু জায়গায় বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে। এর আগে কোনো বছরই এরকম ধারাবাহিক বৃষ্টি সেখানে দেখা যায়নি, বিশেষ করে দেশটির পশ্চিমাঞ্চলে।
আরবিয়াওয়েদার ওয়েবসাইটে বলা হয়, সৌদি আরবের পাশ্চিমাঞ্চল অন্যান্য অঞ্চলগুলোর তুলনায় একটু উষ্ণ। এই উষ্ণ আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে পাহাড় ছেদ করে বেরিয়ে এসেছে সবুজ গাছপালা। তবে এর প্রধান কারণ হচ্ছে ভারি বৃষ্টিপাত।
এরই মধ্যে এ ধরনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাধ্যমে। এক সময় যা ছিল রুক্ষ-শুষ্ক, এখন সেখানে কেবলই চোখজুড়ানো মনোরম পরিবেশ।
شاهد
— طقس العرب - السعودية (@ArabiaWeatherSA) January 7, 2023
تحول أراضي #مكة_المكرمة و #جدة إلى ربوع خضراء بعد تتابع الحالات المطرية، هذا يُثبت للعالم إمكانية عودة أراضي شبه الجزيرة العربية مروجاً وأنهارا.
مصدر المقاطع: @Mal_hothaly pic.twitter.com/rsnbCpqPWh
এমএসএম