কুয়াশার কারণে ‘কিছুই দেখা যাচ্ছে না’ পাঞ্জাবে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫২ এএম, ০৯ জানুয়ারি ২০২৩
দিল্লির কুয়াশা পরস্থিতি, ছবি টুইটার থেকে নেওয়া

তীব্র শীতের কবলে পড়েছে উত্তর ভারত। সেই সঙ্গে রয়েছে কুয়াশা। এ কারণে দৃষ্টিসীমা সীমিত হয়ে এসেছে অধিকাংশ জায়গায়। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, সোমবার সকালে পাঞ্জাবের ভাতিন্দা এলাকায় কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। দিল্লিতেও ‘ফগ লাইট’ জ্বালিয়ে খুব ধীরে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

এনডিটিভির খবর অনুযায়ী, কুয়াশার কারণে দিল্লি থেকে বিভিন্ন গন্তব্যে অন্তত ২৯টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দিল্লির বিমানবন্দরেও।

আবহাওয়ার এই চরম পরিস্থিতি আরও দুইদিন চলতে পারে বলে শনিবার দেশটির আবহাওয়া অফিস সতর্ক করেছিল।

এদিকে দিল্লিতে তীব্র শীতের কারণে সব বেসরকারি স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্যটির শিক্ষা বিভাগ। এসময়ে সরকারি স্কুলগুলোও বন্ধ থাকবে। শীতকালীন ছুটি শেষে অধিকাংশ স্কুল আজ (৯ জানুয়ারি) থেকে খোলার কথা ছিল।

রোববার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এটি গত দশ বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। এরপরই আসে এ ঘোষণা। ভারতের এই রাজ্যে রোববার ছিল মৌসুমের শীতলতম দিন।

এর আগে ২০২১ সালের ১ জানুয়ারি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।