অবশেষে ধরা খেলেন প্লেনে যাত্রীর গায়ে মূত্রত্যাগ করা ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২২ পিএম, ০৭ জানুয়ারি ২০২৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার বিমানে এক সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করে অঘটন ঘটিয়েছিলেন এক ব্যক্তি। এরপর বিমান থেকে নেমেই লাপাত্তা। অবশেষে মুম্বাইয়ের বাসিন্দা শংকর মিশ্র নামে ওই ব্যক্তিকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

শংকর মিশ্রকে গ্রেফতারের জন্য তার নামে লুক আউট নোটিশও জারি করা হয়েছিল। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, তার জন্য দেশের বিভিন্ন বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়।

দিল্লি পুলিশ বলছে, পুলিশের নজরদারি এড়াতে নিজের শহর মুম্বাই ছেড়ে অন্যত্র চলে যান শংকর। তার ফোনও বন্ধ পাওয়া যায়। বেঙ্গালুরুর কয়েকটি জায়গায় ক্রেডিট কার্ড ব্যবহার করার সূত্রে পুলিশ তার অবস্থান শনাক্ত করে। পরে সেখান থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ঘটনার দিন, গত ২৬ নভেম্বর শংকর মিশ্র বিমানের বিজনেস ক্লাসে মদ্যপ অবস্থায় ছিলেন। এমন অবস্থায় তিনি হঠাৎই এক বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন। ঘটনার দুদিন পর এ বিষয়ে পদক্ষেপ নেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ওই বৃদ্ধার অভিযোগেরভিত্তিতে পুলিশ শংকরের বিরুদ্ধে এফআইআর দায়ের করে।

তবে বিষয়টি রফাদফা করতেও চেয়েছিলেন ৩৪ বছর বয়সী শংকর। তার পরিবারের সম্মানের কথা ভেবে ওই বৃদ্ধার কাছে পুলিশে অভিযোগ না করার জন্য অনুরোধ জানান। তার আইনজীবীরা দাবি করেন, বৃদ্ধাকে ১৫ হাজার টাকা ক্ষতিপূরণও দেন। কিন্তু বৃদ্ধার মেয়ে এক মাস পর ওই টাকা ফিরিয়ে দেন এবং আবারও অভিযোগ করেন।

এর আগে মিশ্র আমেরিকান আর্থিক প্রতিষ্ঠান ওয়েলস ফার্গোর ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্টের চাকরিও খুয়েছেন। তারাও জানায়, মিশ্রর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল ‘খুবই বিরক্তিকর’।

সূত্র: এনডিটিভি

এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।