গাজা ছেড়ে পালাচ্ছে হাজারো ফিলিস্তিনি


প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৬ জুলাই ২০১৪

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা ও চলে যাওয়ার নির্দেশের পর গাজা থেকে হাজারো ফিলিস্তিনি পালাতে শুরু করেছে। এদিকে বুধবার পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২১৩-এ দাঁড়িয়েছে। খবর আলজাজিরার।

ফিলিস্তিন অধিকৃত গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো টানা নবমদিনের মতো বিমান হামলায় বুধবার অন্তত ১৭ জন নিহত হয়েছে। এর মধ্যে চার শিশুও রয়েছে। এ ছাড়া আহত হয়েছে অন্তত ১৫৩০ জন।

এ দিন হামাসের নেতাদের বাড়ি-ঘর লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বুধবার অন্তত ৩০টি বাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

এর আগে বুধবার সকালে গাজার বেইত লাহিয়া, সাজাইয়া ও জেইতুন থেকে লাখো ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল সরকার। টেলিফোন, মেসেজ ও বিমান থেকে লিফলেট ফেলে এ নির্দেশবার্তা জানানো হয়।

নির্দেশ পাওয়ার পর থেকেই হাজারো ফিলিস্তিনি গাজা ছাড়তে শুরু করেছে। জেইতুন ও সাজাইয়া থেকে হাজারো নাগরিককে ব্যাগ হাতে হেঁটে চলে যেতে দেখা গেছে। তবে ঠিক কোথায় যাবেন- এ ব্যাপারে বেশিরভাগ নাগরিকই কিছু জানেন না। এর ফলে সীমান্ত অঞ্চলে মানবেতর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।