বৈশ্বিক মন্দা নিয়ে আইএমএফ’র সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০২ জানুয়ারি ২০২৩
আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভা

বৈশ্বিক মন্দা নিয়ে সতর্কতা জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিভা। তিনি বলেছেন, চলতি বছর বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দার মধ্যে থাকবে। খবর বিবিসির।

ক্রিস্টালিনা জর্জিভা বলেন, গত বছরের তুলনায় ২০২৩ সাল আরও বেশি কঠিন হবে। কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ইইউ ও চীনের অর্থনীতি ধীর হয়েছে।

রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ, মূল্য বৃদ্ধি, উচ্চ সুদের হার ও চীনে করোনা ভাইরাস ফের ছড়িয়ে পড়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। গত অক্টোবরে ২০২৩ সালের জন্য বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসে কাটছাট করেছে।

সিবিসির নিউজ প্রোগ্রাম ফেস দ্য ন্যাশনে জর্জিভা বলেন, আমাদের মনে হচ্ছে বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দার মধ্যে দিয়ে যাবে। এমনকি যেসব দেশে মন্দা নেই সেখানেও একই ধরনের প্রভাব পড়তে পারে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়িয়েছে নজিরবিহীনভাবে। এজন্য অক্টোবরে ২০২৩ সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে সংস্থাটি।

এদিকে আইএমএফের পূর্বাভাসের পর করোনার শূন্য নীতি শিথিল করতে শুরু করে চীন। যদিও দেশটিতে শনাক্তের হার বেড়েছে।

জর্জিভা আগেই সতর্ক করে বলেছিলেন, কঠিন সময় দিয়ে ২০২৩ সাল শুরু করতে পারে চীন।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।