২০২৩ সালে ন্যাটোতে যোগ দেবে সুইডেন-ফিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২
ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ

নতুন বছরে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেবে সুইডেন ও ফিনল্যান্ড। সোমবার (২৬ ডিসেম্বর) ডিপিএ নিউজ এজেন্সিতে দেওয়া এক সাক্ষাতকারে এমন আশা প্রকাশ করেছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। খবর আল-জাজিরার।

তবে এ ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন-তারিখের কথা উল্লেখ করতে পারেননি ন্যাটোর মহাসচিব।

স্টলটেনবার্গ আস্থার কথা জানিয়ে বলেন, দেশ দুইটির যোগ দেওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া সময় মতো চূড়ান্ত হবে।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর চলতি বছরের মে মাসে ন্যাটোর সদস্য হওয়ার জন্য আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড। কিন্তু এক্ষেত্রে শুরুতে আপত্তি জানায় তুরস্ক।

ন্যাটোর নিয়ম অনুসারে, নতুন কোনো সদস্য নিতে হলে জোটের সব দেশেরই সম্মতি থাকতে হয়। তবে এরই মধ্যে সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোভুক্ত করতে রাজি হয়েছে তুরস্ক।

এদিকে রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের নেপথ্যে মূল কারণ হিসেবে রয়েছে ন্যাটো। ন্যাটোর আওতায় রয়েছে ৩০টি দেশ। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি। আর এই গোষ্ঠীভুক্ত হওয়ার চেষ্টায় রয়েছে ইউক্রেন। এ ঘটনা নিয়েই মূলত দেশ দুটির মধ্যে টানাপোড়েন শুরু হয়।

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।