সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২২ ডিসেম্বর ২০২২
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
কলকাতা বাণিজ্যমেলায় প্রধান আকর্ষণ প্রাণ-এর স্টল
কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে ২১তম আন্তর্জাতিক বাণিজ্যমেলার ‘ফোকাস কান্ট্রি’ হিসেবে দেখানো হয়েছে, বাংলাদেশ ও ইরানকে। মেলায় প্রধান আকর্ষণ হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপের স্টল। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে আন্তর্জাতিক এ বাণিজ্যমেলায় প্যাভিলিয়ন সাজিয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ খাদ্যপ্রক্রিয়া ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। তাদের স্টলে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। কারণ এখান থেকে স্বল্পমূল্যে খাবার কিনতে পারছেন মেলায় আসা ক্রেতারা।
টুইটারের জন্য প্রধান নির্বাহী খুঁজছেন ইলন মাস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার পর থেকে সমালোচনা যেনো পিছুই ছাড়ছে না টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের। সবচেয়ে বেশি সমালোচিত হন কর্মী ছাঁটাই করে। তাই এখন আর তিনি টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে থাকতে চান না। এজন্য হন্য হয়ে খোঁজ করছেন যোগ্য উত্তরসূরী।
অংকে তো বটেই, নিজ ভাষায়ও চরম কাঁচা ব্রিটিশ এমপিরা
যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বারদের (এমপি) জন্য একটি পরীক্ষার আয়োজন করেছিল দেশটির ‘মোর দেন আ স্কোর’ নামের একটি প্রচার গ্রুপ। পরীক্ষায় অংকে ফেল করেছেন অর্ধেকের বেশি এমপি। তাছাড়া, নিজেদের ভাষা ইংরেজির অবস্থা আরও খারাপ। ব্যাকরণ তো বটেই, বানান ও যতি চিহ্নের ব্যবহারেও খুব অদক্ষ অধিকাংশ এমপি।
চীনে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, উদ্বিগ্ন ডব্লিউএইচও
কঠোর বিধি-নিষেধ শিথিল করতে না করতেই চীনে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার (২১ ডিসেম্বর) সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, দেশটিতে এর আগে করোনার এত বেশি সংক্রমণ দেখা যায়নি। বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। চলতি সপ্তাহে যুক্তরাজ্যভিত্তিক স্বাস্থ্যসংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান এয়ারফিনিটি জানায়, চীনে প্রতিদিন ১০ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। দিনপ্রতি মৃত্যুর সংখ্যা ৫ হাজারের বেশি।
ইউরোপের উচিত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানো: ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, নিরাপত্তাজনিত বিভিন্ন বিষয়ে ইউরোপের দেশগুলো অনেকাংশেই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। এখন ইউরোপের উচিত, এ নির্ভরশীলতা কমিয়ে আনা। মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের রাজধানী আম্মানে আয়োজিত বাগদাদ শীর্ষ সম্মেলনে অংশ নেন ম্যাক্রোঁ। সেখান থেকে দেশে ফেরার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রে জেলেনস্কি, হোয়াইট হাউজে বাইডেনের সঙ্গে বৈঠক
চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন। জো বাইডেন জেলেনস্কিকে বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে যতদিন প্রয়োজন যুক্তরাষ্ট্র ততদিন ইউক্রেনের সঙ্গে রয়েছে। এসময় জেলেনস্কিকে আশ্বস্ত করে তিনি বলেন, আপনি একা নন।
বড়দিনের আগেই জমজমাট কলকাতা নিউমার্কেট, দার্জিলিংয়ে ভিড়
ধৃমল দত্ত, কলকাতা: সামনেই বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এ উপলক্ষে সেজে উঠেছে ‘সিটি অব জয়’ খ্যাত কলকাতা। তার রেশ পৌঁছে গেছে পাহাড়েও। বড়দিন উদযাপন করতে দার্জিলিংয়ে রীতিমতো ভিড় জমিয়েছেন পর্যটকেরা।
ভারতে ভয় ছড়াচ্ছে ওমিক্রনের নতুন চীনা ধরন, শনাক্ত ৪
চীনে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ওমিক্রন ধরনের সন্ধান মিলেছে প্রতিদেশী দেশ ভারতে। এরই মধ্যে দেশটিতে চারজনের শরীরে নতুন ভ্যারিয়েন্টটির উপস্থিতি পাওয়া গেছে। নতুন এ ধরনের নাম দেওয়া হয়েছে ওমিক্রন বিএফ.৭। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যে চারজনের শরীরে নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে তাদের দুজন গুজরাট ও দুজন উড়িষ্যার বাসিন্দা।
নিরাপত্তা পরিষদে ‘মিয়ানমার পরিস্থিতি’ নিয়ে প্রস্তাব পাস
প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘মিয়ানমার পরিস্থিতি’ নিয়ে প্রস্তাব পাস হয়েছে। এতে রোহিঙ্গা সংকট ও এর টেকসই সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) নিরাপত্তা পরিষদে ১২ ভোটে প্রস্তাবটি পাশ হয়। কোনো সদস্যই প্রস্তাবে ভেটো কিংবা এর বিরুদ্ধে ভোট দেয়নি। তবে চীন, রাশিয়া ও ভারত ভোট দেওয়া থেকে বিরত থাকে।
মালয়েশিয়ায় বন্যায় ৫ মৃত্যু, ৭০ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে
মালয়েশিয়ার উত্তরাঞ্চলে ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় বহু এলাকা প্লাবিত হয়েছে। এতে অন্তত পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৭০ হাজারেরও বেশি লোককে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার কেলান্টান শহরে চারজন মারা যান। এরমধ্যে তিন বোন বন্যার পানিতে ডুবে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ও ১৫ মাস বয়সী এক শিশু পানিতে ডুবে যায়।
এসএএইচ/জেআইএম