রাশিয়া পরমাণু অস্ত্রের আধুনিকায়ন অব্যাহত রাখবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২১ ডিসেম্বর ২০২২
ছবি: সংগৃহীত

রাশিয়ার সর্বভৌমত্বের জন্য পারমাণবিক অস্ত্র প্রধান গ্যারান্টি। তাই এসব পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন অব্যাহত থাকবে। বুধবার (২১ ডিসেম্বর) উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা জানিয়েছেন। খবর রুশ সংবাদমাধ্যম আরটির।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমাদের পারমাণবিক ট্রায়াডের যুদ্ধ-প্রস্তুতি বজায় রাখার পাশাপাশি উন্নত করবো। এটি আমাদের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, কৌশলগত সমতা ও বিশ্বে ক্ষমতার ভারসাম্য রক্ষার প্রধান গ্যারান্টি।

তিনি বলেন, এই বছর রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীতে আধুনিক ধরণের অস্ত্রের সংযোজন ৯১ শতাংশ ছাড়িয়ে গেছে।

ভ্লাদিমির পুতিন বলেন, সারমাট সাইলোভিত্তিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অদূর ভবিষ্যতে সার্ভিসে যোগ হবে। ক্ষেপণাস্ত্রটি ১৮ হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম হবে।

পুতিন আরও বলেন, নর্দার্ন ফ্লিটের ফ্রিগেট ‘অ্যাডমিরাল গোর্শকভ’ জানুয়ারির শুরুতে জিরকন হাইপারসনিক অ্যান্টি-শিপ মিসাইল দিয়ে সজ্জিত হবে। ২০১০ সালে জাহাজটি চলু করা হয়। এটি রাশিয়ার বড় যুদ্ধ জাহাজগুলোর মধ্যে অন্যতম।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন সফরে যাচ্ছেন এবং ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর এটি তার প্রথম বিদেশ সফর হতে পারে।

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।