ইরাকে আইএসের ঘাটিতে ইরানের বিমান হামলা


প্রকাশিত: ০৬:২৮ এএম, ০৩ ডিসেম্বর ২০১৪

ইরাকের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে সম্প্রতি ইরান বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। বুধবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি বলেছেন, ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে গত কয়েকদিনে ইরান এফ-৪ ফ্যানটম বিমান দিয়ে হামলা চালিয়েছে।

ইরাকে ইরানের চালানো বিমান হামলায় যুক্তরাষ্ট্র কোনো সমন্বয় করেনি বলে জানিয়েছেন কিরবি। ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাও দুই দেশের মধ্যে সহযোগিতার আলাপ-আলোচনার বিষয়টি নাকচ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।