‘সমালোচক’ সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১৬ ডিসেম্বর ২০২২
ছবি: সংগৃহীত

ইলন মাস্কের বিষয়ে লেখালেখি করেন এমন কয়েকজন স্বনামধন্য সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে৷ এদের মধ্যে নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, সিএনএন, দ্য ইন্টারসেপ্ট এবং ভয়েস অব আমেরিকার সাংবাদিকরা রয়েছেন৷

গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) টুইটারের নতুন মালিক সাংবাদিকদের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য প্রকাশের মাধ্যমে তার পরিবারকে বিপন্ন করার অভিযোগ এনে কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই এই স্থগিতাদেশ জারি করেন৷

মাস্ক নিজেকে ‘মুক্ত কথার সাংবাদিক’ বলে দাবি করেন৷ অ্যাকাউন্ট স্থগিত করার বিষয়ে তিনি বলেন, ব্যক্তিগত তথ্য প্রকাশের ব্যাপারটা সাংবাদিকদের জন্যও প্রযোজ্য৷

এর আগে, গত বুধবার মাস্কের ব্যক্তিগত জেট প্লেন ট্র্যাক করে এমন একটি প্রোফাইল বন্ধ করার পাশাপাশি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়৷

বৃহস্পতিবার এক টুইটে টেসলা সিইও বলেন, দিনভর আমার সমালোচনা ঠিক আছে। কিন্তু আমার চলাফেরার রিয়েল টাইম তথ্য প্রকাশ করে পরিবারকে বিপদের মুখে ঠেলে দেওয়াকে মানতে পারি না।

তবে, এভাবে সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করাকে ‘সন্দেহজনক ও দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন নিউইয়র্ক টাইমসের এক মুখপাত্র৷ আর টুইটারের কাছে সরাসরি এ ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে সিএনএন৷ সংবাদমাধ্যমটি জানিয়েছে, টুইটারের জবাব দেখে সামাজিক যোগাযোগমাধ্যমটির সঙ্গে কী ধরনের সম্পর্ক থাকবে তা ঠিক করা হবে৷

এমন পদক্ষেপের বিষয়ে ইলন মাস্ক বা টুইটার কেউই সিএনএনের অনুরোধে সাড়া দেয়নি। কেন অ্যাকাউন্টগুলো স্থগিত করা হলো সে বিষয়ে আনুষ্ঠানিকভাবেও কিছু জানানো হয়নি।

সিএনএন জানিয়েছে, তাদের সাংবাদিক ও’সুলিভান অ্যাকাউন্ট স্থগিত হওয়ার কিছু সময় আগে টুইটার নিয়ে একটি প্রতিবেদন করেছিলেন। তাতে দাবি করা হয়েছিল, টুইটার মাস্তোডন নামে একটি প্রতিদ্বন্দ্বী সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট স্থগিত করেছে। মাস্তোডন ইলন মাস্কের প্লেনের ওপর নজরদারী করা অ্যাকাউন্ট ‘ইলন জেট’- নিয়ে পোস্টের অনুমতি দিয়েছিল বলেও উল্লেখ করা হয় তাতে।

অ্যাকাউন্ট স্থগিত হওয়া অন্য সাংবাদিকরাও বিতর্কিত অ্যাকাউন্টটি নিয়ে সম্প্রতি লেখালেখি করেছিলেন।

সূত্র: ডয়েচে ভেলে, রয়টার্স, সিএনএন
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।