টাইগারদের সাফল্যে খুশি বিসিবি


প্রকাশিত: ১২:৫১ পিএম, ০২ ডিসেম্বর ২০১৪

জিম্বাবুয়ে সিরিজে টানা হারের ব্যর্থতার বৃত্ত ভেঙেছে বাংলাদেশ। একটানা ১২টি ওয়ানডে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজটা ছিল প্রথমত জয়ে ফেরার মিশন। প্রথম জয়ের পর লক্ষ্য ছিল সিরিজ জয়। তারপর হোয়াইটওয়াশ। সবই করে দেখিয়েছে বাংলাদেশ দল। জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে ৫-০ তে বিধ্বস্ত করেছে মাশরাফি বাহিনী। ওয়ানডে সিরিজের আগে টেস্ট সিরিজেও ৩-০ তে অতিথী দলটিকে বিধ্বস্ত করে মুশফিক বাহিনী।

টেস্ট ও ওয়ানডে সিরিজ মিলে জিম্বাবুয়ের বিপক্ষে শতভাগ সাফল্য পেয়েছে বাংলাদেশ। টাইগারদের এ সাফল্যে দারুণ খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মঙ্গলবার বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে বলেন, সত্যিই আমরা অনেক খুশি। সাকিব একাই এক ম্যাচ জিতিয়ে দিয়েছে। আবার সাকিব যখন রান পায়নি দলের কেউ কিন্তু তা অনুভব করেনি। অন্যরা তখন রান নিয়ে নিয়েছে। সবাই মিলে টিমওয়ার্ক,কম্বিনেশন খুব ভালো হয়েছে। এটা আমাদের টিমের জন্য দরকার ছিল। আমরা অত্যন্ত খুশি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।