সুড়ঙ্গ খুঁড়ে গোটা রেল ইঞ্জিন চুরি!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৬ ডিসেম্বর ২০২২
ছবি: সংগৃহীত

পত্রিকা কিংবা মোবাইলে কোনো নিউজ পোর্টালে গেলেই বাসা, দোকান কিংবা শপিংমলে চুরির খবর আমরা প্রায় প্রতিদিনই শুনে থাকি। কিন্তু ভারতের বিহার রাজ্যে যা ঘটেছে, তা সবার চিন্তারও বাইরে। টাকা-স্বর্ণালঙ্কার নয়, গাড়ি নয় ট্রেনের পুরো একটি ইঞ্জিন চুরির ঘটনা ঘটেছে সেখানে।

সম্প্রতি বিহারের বেগুসরাই জেলায় সত্যিই এমন এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট এলাকায় রেলওয়ে ইয়ার্ডে থেকে পুরো ট্রেনের ডিজেল ইঞ্জিন চুরি হয়ে গেছে।

জানা যায়, কিছুদিন আগে চুরি যাওয়া ইঞ্জিনটি মেরামতের জন্য গড়হারা রেলওয়ে ইয়ার্ডে আনা হয়েছিল। একপর্যায়ে চোরের দল সুড়ঙ্গ খুঁড়ে রেল ইঞ্জিনের এক একটি অংশ চুরি করতে শুরু করেন। এভাবে শেষ পর্যন্ত পুরো ইঞ্জিনটাই গায়েব হয়ে যায়।

এ প্রসঙ্গে মুজাফরপুরের রেলওয়ে সুরক্ষার পরিদর্শক পিএস দুবে জানান, গত সপ্তাহে গড়হারা ইয়ার্ডে মেরামতের জন্য আনা ডিজেল ইঞ্জিনটি চুরি গিয়েছে। এ ঘটনায় বারাউনি থানায় একটি মামলা করা হয়েছিল। তদন্ত চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বেশকিছু তথ্য পাওয়া গিয়েছে। আর সেসব তথ্যের ভিত্তিতে মুজাফফরপুর জেলার প্রভাত নগর এলাকার একটি স্ক্র্যাপ গুদামঘরে তল্লাশি চালিয়ে ট্রেনের যন্ত্রাংশ ভর্তি ১৩টি বস্তা উদ্ধার করা হয়। একই সঙ্গে গুদামঘরের মালিককে খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

উদ্ধারকৃত বস্তার ভেতর থেকে রেল ইঞ্জিনের যন্ত্রাংশ, ভিনটেজ ট্রেনের ইঞ্জিনের চাকা ও ভারি লোহার তৈরি রেলওয়ের যন্ত্রাংশ পাওয়া যায়।

বিহারে এমন অভূতপূর্ব ঘটনা নতুন কিছু নয়। গত বছরও রাজ্যটির পুর্ণিয়া জেলার আদালত চত্বরে রাখা একটি পুরানো বাষ্পীয় ইঞ্জিন বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। অপরাধ প্রমাণিত হওয়ায় সমস্তিপুর লোকো ডিজেল শেডের এক রেলওয়ে ইঞ্জিনিয়ারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

সূত্র: ট্রিবিউন ইন্ডিয়া

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।