অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রো পরীক্ষা চালিয়েছে ভারত


প্রকাশিত: ১০:৫২ এএম, ০২ ডিসেম্বর ২০১৪

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৪’ এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। মঙ্গলবার দেশটির ওডিশা রাজ্যের একটি সামরিক ঘাঁটিতে এ পরীক্ষা চালানো হয়।

কর্মকর্তারা জানান, পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি চার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রাজ্যের রাজধানী ভুবেনেশ্বর থেকে ২০০ কিলোমিটার দূরের হুইলার দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।

ভারতীয় সেনাবাহিনীর ডিফেন্স রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) মুখপাত্র রবি কুমার গুপ্ত বলেছেন, পরীক্ষা সফল হয়েছে। সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (এসএফসি) ওই পরীক্ষা পরিচালনা করে। - ইন্ডিয়া টুডে/আইএএনএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।