আমাদের চেয়েও বেশি উদযাপন করছে বাংলাদেশ, বলছেন আর্জেন্টাইনরা
কাতার বিশ্বকাপে পোল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার (৩০ নভেম্বর) দিনগত রাত ৩টা দিকে ম্যাচ শেষ হওয়ার পরপরই আনন্দ উদযাপনে মেতে ওঠেন আলবিসেলেস্তাদের বাংলাদেশি ভক্তরা। এর অসংখ্য ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তা নজরে এসেছে আর্জেন্টাইনদেরও। আর্জেন্টিনার জয়ে বাংলাদেশিদের এমন বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে অবাকও হয়েছেন অনেকে। এক আর্জেন্টাইন মানবাধিকার কর্মী তো বলেই দিয়েছেন, ‘এরা তো আমাদের চেয়েও বেশি উদযাপন করছে! অসাধারণ!’
পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ে পর বাংলাদেশি সমর্থকদের আনন্দ-মিছিলের একটি ভিডিও নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন অগাস্টিন আন্তোনেত্তি নামে এক আর্জেন্টাইন মানবাধিকার কর্মী।
Son las 3 de la mañana en Bangladesh, pero todo el país está en las calles celebrando la clasificación de Argentina. Están festejando más que nosotros mismos. Es impresionante. pic.twitter.com/xuyk82jfd4
— Agustín Antonetti (@agusantonetti) November 30, 2022
ক্যাপশনে তিনি লিখেছেন, বাংলাদেশে এখন ভোর ৩টা। কিন্তু আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে ওঠা উদযাপনে রাজপথে নেমে এসেছে পুরো দেশ। তারা আমাদের চেয়েও বেশি উদযাপন করছে। এটি অসাধারণ!
আরও পড়ুন>> ‘আর্জেন্টিনার চেয়ে আর্জেন্টিনা-সমর্থক বেশি বাংলাদেশে’
আরও পড়ুন>> বাংলাদেশিদের জন্য আর্জেন্টিনার উপহার: ‘মেসির হাতে’ লাল-সবুজ পতাকা
কয়েকদিন থেকেই বাংলাদেশে আর্জেন্টিনা ভক্তদের উল্লাসের ছবি ও ভিডিও পোস্ট করে চলেছেন আন্দ্রেস ইয়োসেন নামে এক আর্জেন্টাইন সাংবাদিক। ইয়োসেন প্রতিশ্রুতি দিয়েছেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে বাংলাদেশে আসবেন তিনি।
Obelisco, Capital Federal.
— Andrés Yossen (@FinoYossen) November 30, 2022
pic.twitter.com/iR5UpIcYBJ
বুধবারের ম্যাচের ইয়োসেন আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের আনন্দ-উল্লাসের ভিডিও পোস্ট করেছেন। তেমনি বাংলাদেশি ভক্তদেরও উন্মাদনার ভিডিও দেখা গেছে তার অ্যাকাউন্টে।
আরও পড়ুন>> বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ‘উন্মাদনার’ খবর ওয়াশিংটন পোস্টে
আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত হওয়ার পর এ সাংবাদিক এক টুইটে বাংলাদেশে আসার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘প্রতিজ্ঞা। বাংলাদেশে যাওয়া থেকে আর মাত্র চার ম্যাচ দূরে।’
Las calles de Bangladesh ahora. Me revientan de mensajes con videos.
— Andrés Yossen (@FinoYossen) November 30, 2022
Impresionante.
pic.twitter.com/Oobfe9zrJR
সম্প্রতি বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের উন্মাদনার খবর চোখে পড়েছিল ইয়োসেনের। এ বিষয়ে আরও ছবি ও ভিডিও চেয়ে গত সোমবার একটি টুইট করেন তিনি। কিন্তু এরপর বাংলাদেশিদের যে প্রতিক্রিয়া দেখতে পান, তা ছিল তার কাছে অকল্পনীয়।
আরও পড়ুন>> আর্জেন্টিনার শীর্ষ ধনীদের মধ্যে মেসি নেই কেন?
বাংলাদেশে আর্জেন্টিনা-ভক্তদের মিছিল, ভবনে ভবনে পতাকা টানানো, হাজারো সমর্থকের দলবেঁধে খেলা দেখার ছবি ও ভিডিওতে ভরে যায় ইয়োসেনের ইনবক্স।
5 de la mañana. Esto es Daca, la capital de Bangladesh. Sobran las palabras.
— Andrés Yossen (@FinoYossen) November 30, 2022
pic.twitter.com/zdwAiMEL5E
এক টুইটে আর্জেন্টাইন এ সাংবাদিক জানান, বাংলাদেশিদের কাছ থেকে যে পরিমাণ মেসেজ তিনি পেয়েছেন, তা অসাধারণ। এরপর ইয়োসেন বলেন, ‘আমরা সবাই যা চাই তা যদি ঘটে, তাহলে আমি বাংলাদেশে যাবো।’
আরও পড়ুন>> মেসির স্ত্রীর ফেসবুক আইডি নেই, বাংলাদেশ নিয়ে পোস্টের খবর মিথ্যা
অর্থাৎ সব ভক্ত চায়, আর্জেন্টিনা ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতুক। আর সেটি যদি বাস্তব হয়ে আসে, স্বাভাবিকভাবেই উন্মাদনায় ফেটে পড়বে বাংলাদেশের সমর্থকরা। আর সেই দৃশ্য নিজের চোখে দেখতেই এ দেশে আসতে চান আর্জেন্টাইন সাংবাদিক।
কেএএ/