বগুড়ায় গুলিবিদ্ধ অবস্থায় যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ায় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় রাব্বি মিয়া (৩০) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে বগুড়া শহরের গোকুল ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রাব্বি মিয়াকে পুলিশ প্রহরায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক মামলার আসামি রাব্বীকে গ্রেফতারের জন্য সদর থানা পুলিশের একটি দল গোকুল ঈদগাহ মাঠ এলাকায় অবস্থান নেয়। এ সময় মাঠের পাশে জঙ্গল থেকে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও শর্টগানের পাল্টা গুলি ছোঁড়ে। পরে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় রাব্বীকে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে পুলিশ।
বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জাগো নিউজকে জানান, গ্রেফতার রাব্বীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রাব্বী ও তার সহযোগীরা পুলিশের উপর হামলা করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে আহত হয়েছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশেকুন্নবীও আহত হন।
উল্লেখ্য, রাব্বী মিয়া ও আতিকুর রহমান আকুল নামের দুই সন্ত্রাসী যুবলীগের ছত্রছায়ায় থেকে এলাকায় দীর্ঘদিন চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। দুইজনই আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও সম্প্রতি তারা যুবলীগ পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করে।
জানতে চাইলে বগুড়া জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু বলেন, রাব্বি ও আকুল যুবলীগ গোকুল ইউনিয়ন কমিটির নেতা ছিলেন। একটি চাঁদাবাজির ঘটনার পর তাদের দল থেকে বহিষ্কার করা হয়। এখন তারা যুবলীগের নাম ভাঙিয়ে চলছে।
লিমন বাসার/এফএ/এসএস/পিআর