এবার ফিফার টুইটে বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২৯ নভেম্বর ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল মাঠে ব্রাজিল সমর্থকদের উল্লাস/ ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার সমর্থকদের উল্লাসের পর এবার ফিফার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে জায়গা পেলো বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের বাঁধভাঙা উল্লাস। সোমবার রাতে ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ চলাকালে ব্রাজিল সমর্থকদের বিশাল জমায়েত ও উল্লাসের কয়েকটি ছবি টুইট করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ব্রাজিল সমর্থকদের ভিড় ও উল্লাসের কয়েকটি ছবি টুইট করে ফিফা লেখে, ফুটবল ছাড়া অন্য কিছু এত মানুষকে এক জায়গায় আনতে পারে না।

দুদিন আগেই আর্জেন্টিনা-মেক্সিকোর ম্যাচে বাংলাদেশি মেসি ভক্তদের উল্লাসের একটি ভিডিও টুইট করেছিল ফিফা। সংস্থাটির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জড় হওয়া শিক্ষার্থীদের একটি ভিডিও টুইট করে লেখা হয়েছিল, এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশি ভক্তরা এভাবেই মেসির গোল উদ্‌যাপন করছেন।

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য আর্জেন্টিনার উপহার: ‘মেসির হাতে’ লাল-সবুজ পতাকা

সাধারণত প্রিয় দলের খেলা দেখতে প্রতি রাতেই উৎসবের আমেজে পূর্ণ থাকে ঢাবি ক্যাম্পাস। জার্সি গায়ে, পতাকা, ভুভুজেলা, বাঁশি নিয়ে প্রিয় দলের খেলা দেখতে আসেন সমর্থকেরা। অনেকে সঙ্গে নিয়ে আসেন ভুভুজেলা বাঁশি। সন্ধ্যা হতেই টিএসসি, হাজি মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠসহ অন্য জায়গা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বিশেষ করে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের ম্যাচে।

আরও পড়ুন: ‘আর্জেন্টিনার চেয়ে আর্জেন্টিনা-সমর্থক বেশি বাংলাদেশে’

বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল- উভয় দলই শিরোপাপ্রত্যাশী। টানা দুই ম্যাচ জিতে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। সোমবার (২৮ নভেম্বর) রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পায় ব্রাজিল।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে পরাজয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে জয় পেয়েছে মেসির দল। এখন শেষ ম্যাচে পোল্যান্ডকে হারাতে পারলে বা ড্র করলেও মিলবে দ্বিতীয় রাউন্ডের টিকিট। তবে ড্র করলে সমীকরণের মারপ্যাঁচে পড়তে হবে।

এসএএইচ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।