আজকের সাধারণ জ্ঞান : ১৭ ফেব্রুয়ারি ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলা সাহিত্যে প্রথম প্রকাশ’ নিয়ে জাগো জবসের ৩য় পর্বের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : আবুল ফজলের আলোক লতা কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৩৪ সাল।
২. প্রশ্ন : আবুল মনসুর আহমেদের প্রথম ছোটগল্প কোনটি?
উত্তর : আয়না।
৩. প্রশ্ন : আয়না কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৩৫ সাল।
৪. প্রশ্ন : আলাউদ্দিন আল আজাদের প্রথম কাব্য কোনটি?
উত্তর : মানচিত্র।
৫. প্রশ্ন : মানচিত্র কত সালে প্রকাশিত হয় ?
উত্তর : ১৯৬১ সাল।
৬. প্রশ্ন : আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর : তেইশ নম্বর তৈলচিত্র।
৭. প্রশ্ন : তেইশ নম্বর তৈলচিত্র কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৬০ সাল।
৮. প্রশ্ন : আলাউদ্দিন আল আজাদের প্রথম নাটক কোনটি?
উত্তর : মরক্কোর যাদুঘর।
৯. প্রশ্ন : মরক্কোর যাদুঘর কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৫৮ সাল।
১০. প্রশ্ন : আলাউদ্দিন আল আজাদের প্রথম গল্প কোনটি?
উত্তর : জেগে আছি।
১০. প্রশ্ন : জেগে আছি কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৫০ সাল।
১১. প্রশ্ন : আলাউদ্দিন আল আজাদের প্রথম প্রবন্ধ কোনটি?
উত্তর : শিল্পীর সাধনা।
১২. প্রশ্ন : শিল্পীর সাধনা কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৫৮ সাল।
১৩. প্রশ্ন : আহসান হাবীবের প্রথম কাব্য কোনটি?
উত্তর : রাত্রি শেষ।
১৪. প্রশ্ন : রাত্রি শেষ কত সালে প্রকাশিত হয় ?
উত্তর : ১৯৪৬ সাল।
১৫. প্রশ্ন : গোলাম মোস্তফার প্রথম উপন্যাস কোনটি?
উত্তর : রূপের নেশা।
১৬. প্রশ্ন : রূপের নেশা কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯২০ সাল।
১৭. প্রশ্ন : জসীম উদদীনের প্রথম কাব্য কোনটি?
উত্তর : রাখালী।
১৮. প্রশ্ন : রাখালী কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯২৭ সাল।
১৯. প্রশ্ন : জহির রায়হানের প্রথম গল্প কোনটি?
উত্তর : সূর্যগ্রহণ।
২০. সূর্যগ্রহণ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৫৫ সাল।
এসইউ/পিআর