ব্রেভারের মেগা পুরস্কার পেলেন ৯ সৌভাগ্যবান

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ব্রেভার মল্ট বেভারেজের সিক্স প্যাক বান্ডেল কিনে মোটরসাইকেল, স্মার্টফোন ও বাইসাইকেল পুরস্কার পেলেন সৌভাগ্যবান ৯ বিজয়ী।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার এসকে ওয়ারেসুল হাবিব। এসময় উপস্থিত ছিলেন এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের হেড অব মার্কেটিং অরুণাংশু ঘোষ, প্রাণ আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মার্কেটিং আজিম হোসেন, জাগো নিউজের সহকারী বার্তা সম্পাদক আরিফুল ইসলাম আরমান।
৯ সৌভাগ্যবানের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি ১৫০ সিসি মোটরসাইকেল পেয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অনিক। দ্বিতীয় পুরস্কার হিসেবে তিনটি স্মার্টফোন পেয়েছেন যথাক্রমে বিশ্বাস, তারা ও জাহানারা। এছাড়া তৃতীয় পুরস্কার হিসেবে পাঁচটি দুরন্ত বাইসাইকেল পেয়েছেন শামীম, তুষার, জাফরি, উজ্জল ও সজীব।
বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার এসকে ওয়ারেসুল হাবিব বলেন, ব্রেভার তরুণ প্রজন্মের একটি জনপ্রিয় পানীয়। তরুণদের ভালো লাগার কারণেই এটি আরও জনপ্রিয় হয়ে উঠছে। এবার প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল দেওয়া হল। আশাকরি আগামীতে আরও বড় ও আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রেভারের ব্রান্ড ম্যানেজার গিয়াসউদ্দীন সজীব, ম্যাক্স কোলার ব্রান্ড ম্যানেজার নুরুল আফসার, প্রাণ ম্যাংগো বারের ব্রান্ড ম্যানেজার ওমর ফারুক, ইভেন্ট ম্যানেজার আব্দুল হান্নান, ইভেন্ট কো-অর্ডিনেটর আবু নাঈম রাজু, ও প্রাণ-আরএফএল গ্রুপের ডিজিটাল মিডিয়ার সজীব দেবনাথ।
উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের জন্য এ অফারটি চালু করেছিল। বাণিজ্য মেলায় ব্রেভার মল্ট বেভারেজের সিক্স প্যাক বান্ডেল অফার কিনে একটি লাকি কুপন পেয়েছিলেন ক্রেতারা।
এএ