দোকানে দাঁড়িয়ে চপ ভেজে বিক্রি করলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৬ নভেম্বর ২০২২
ছবি: সংগৃহীত

ধৃমল দত্ত, কলকাতা: ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু সম্পর্কে রাজ্যের মন্ত্রী অখিল গিরির অশোভন মন্তব্যের জের সামলাতে ক্ষমা চাইতে হয়েছিল মমতা ব্যানার্জীকে। এবার আদিবাসীদের নয়নের মনি বিরসা মুন্ডার জন্মদিনে নিজ হাতে চপ ভেজে কাগজে মুড়িয়ে বিক্রি করে স্থানীয়দের মন জেতার চেষ্টা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ঝাড়গ্রামের বেলপাহাড়িতে প্রশাসনিক বৈঠকের পর আদিবাসী গ্রামটিতে হাজির হন তৃণমূল সুপ্রিমো। তাদের নানা অভিযোগ শুনে রওয়ানা দেন তিনি। হঠাৎ পথ চলতে চলতে ঢুকে পড়েন চায়ের দোকানে। সেখানে নিজ হাতে চপ ভেজে তেল ছেঁকে কাগজে মুড়িয়ে বিক্রি করেন মমতা।

মুখ্যমন্ত্রী প্রায়ই চপ ভেজে আয় করার কথা বলে থাকেন। মমতার সেই পরামর্শকে কটাক্ষ করতে দেখা গেছে বিরোধী দলগুলোকে। তবে কোনো সমালোচনার তোয়াক্কা না করে এবার নিজেই চপ ভাজলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

এদিন পশ্চিম মেদিনীপুরের এক চা-চপ বিক্রেতার সঙ্গে হাত লাগান মমতা। মুখ্যমন্ত্রীকে দেখতে দোকানের সামনে ভিড় করেন মানুষেরা। নিজ হাতে ঝাঁঝরি নিয়ে চপ ভেজে, তেল ছেঁকে, কাগজে মুড়ে তাদের হাতে তুলে দেন মমতা ব্যানার্জী। সবাই ঠিকমতো পেলেন কি না সেই খোঁজও নেন তৃণমূল নেত্রী। এসময় দোকানের এক কোণে থাকা চকলেটের কৌটা নিয়ে দাঁড়িয়ে থাকা শিশুদের হাতে চকলেট তুলে দেন মমতা।

এদিকে, পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল সফরে গেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, আগামী বছর পঞ্চায়েত নির্বাচন। তার আগেই ভোট পাওয়ার আশায় মুখ্যমন্ত্রীর এই জঙ্গলমহলের সফর। আমরা জঙ্গলমহলে এসে দেখে গেলাম এখানকার রাস্তাঘাটের অবস্থা কতটা বেহাল। জঙ্গলমহলের মানুষ ঠিকভাবে সুপেয় পানি পায় না, প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাসা পায় না, ১০০ দিনের টাকা ঠিকভাবে পায় না। সবকিছু থেকেই বঞ্চিত জঙ্গলমহলের বাসিন্দারা। শুধু আদিবাসী জনগোষ্ঠীর মন জয়ের আশায় এই সফর করেছেন মুখ্যমন্ত্রী মমতা।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।