কাতার বিশ্বকাপ
টিকিট কালোবাজারির দায়ে আটক ৩, হতে পারে ৭০ লাখ টাকার জরিমানা
ফুটবল বিশ্বকাপ-২০২২ এর টিকিট কালোবাজারির দায়ে ভিন্ন ভিন্ন দেশের তিন ব্যক্তিকে আটক করেছে কাতার প্রশাসন। এর বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে এরই মধ্যে আটকদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম দ্য পেনিনসুলার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি কাতার কর্তৃপক্ষ।
জানা যায়, আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) আইনের ১৯ এর ১০ ধারায় স্পষ্ট করে বলা আছে- বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক কোনো ফুটবল ম্যাচের টিকটি বিক্রি ও বণ্টনের এখতিয়ার শুধুমাত্র ফিফার। সংস্থাটির অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিশ্বকাপের কোনো টিকিট বিক্রি করতে পারবে না।
এমনকি, ফিফার নতুন আইনমতে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি বিশ্বকাপের টিকিট কালোবাজারি করে ১৯ ধারা লঙ্ঘণ করে, তাহলে প্রতিটি টিকিটের বিপরীতে কাতারের হিসাবে দুই লাখ ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। যা বাংলাদেশি টাকায় ৬৯ লাখ ৯২ হাজার ৫০০। ফিফা আইনের ৩৮ এর ২ ধারায় এ শাস্তির কথা উল্লেখ আছে।
কাতার বিশ্বকাপের টিকিট ছাড়ার পর থেকেই দেশটির প্রশাসন এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় নাগরিক ও অবস্থানকারী সবাইকে ফিফা আইন মেনে চলার কঠোর নির্দেশ দেয়।
২০ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় স্বাগতিক কাতার-ইকুয়েডর ম্যাচের মাধ্যমে মাঠে গড়াবে এবারের ফিফা বিশ্বকাপ। আগের সূচিতে এ ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ২১ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। এখন ২১ নভেম্বর এ সময়ে হবে সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচটি।
বিশাল এ আয়োজনের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কাতার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপ চলাকালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন ৫০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তাদের মধ্যে বিদেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও থাকছেন।
এরই মধ্যে তুরস্ক কাতারে তিন হাজার দাঙা পুলিশ পাঠিয়েছে। তুর্কি কমান্ডের অধীনে কাজ করবেন এসব পুলিশ সদস্য।
এর আগে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আরও ১০০ বিশেষ পুলিশ কর্মকর্তা, ৫০ জন বোমা বিশেষজ্ঞ ও ৮০টি স্নিফার কুকুর পাঠাবে বলে ঘোষণা দিয়েছে এরদোয়ান প্রশাসন।
সূত্র: দ্য পেনিনসুলা
এসএএইচ