আবাসিক এলাকায় হঠাৎ চিতা বাঘের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০১ পিএম, ০৬ নভেম্বর ২০২২
সংগৃহীত

হঠাৎ আবাসিক এলাকায় দেখা মিললো চিতা বাঘের। তবে সেটা শুধু নিছক ঘোরাঘুরি করতে নয়, তিনজনের ওপর প্রকাশ্যে আক্রমণ করতে দেখা গেছে বাঘটিকে। শুক্রবার (৪ নভেম্বর) ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের মাইসুরু জেলায়।

লোকজন আবাসিক এলাকার রাস্তায় চিতা বাঘ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। প্রথমে এটি একটি কুকুরের ওপর হামলা করে। কিন্তু হঠাৎ রাস্তা দিয়ে যাওয়া এক মোটরচালকের ওপর ঝাঁপিয়ে পড়ে।

আক্রমণের এক পর্যায়ে মোটরচালক পড়ে যায়। তবে বাসিন্দাদের জোরালো পদক্ষেপে বাঘটি বনের মধ্যে চলে যায়।

তবে এ ঘটনার বেশ কিছু পরে আবার দুইজনের ওপর বাঘটি হামলা করে। পরে আহত দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে খবর পেয়ে বন কর্মকর্তার সেখানে অভিযান পরিচালনা করেন ও এক পর্যায়ে বাঘটিকে ধরতে সক্ষম হন।

তাছাড়া বাঘটি ধরা পড়ার পর আতঙ্কিত বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।