কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার মিসাইল বর্ষণ
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে মিসাইল বর্ষণ করেছে রাশিয়া। রোববার (৩০ অক্টোবর) কৃষ্ণসাগরে রুশ নৌবহরে হামলার জন্য ইউক্রেনকে দায়ী ও শস্যচুক্তি বাতিলের পর সোমবার এ হামলা চালালো রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী দিমিত্র কুলেবা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাশিয়া সরাসরি যুদ্ধক্ষেত্রে না লড়ে, আমাদের অতি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অবকাঠামোগুলোতে মিসাইল হামলা চালাচ্ছে। তারা আমাদের সেনাবাহিনীর সঙ্গে না যুদ্ধ করে নিরস্ত্র নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে।
দিমিত্র কুলেবা বলেন, রাশিয়ার কাছে এখনো অসংখ্য মিসাইল আছে ও তারা ইউক্রেনকে ধ্বংস করতে চায় বলেই এমন হামলা চালাচ্ছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলেন, কিয়েভ ও অন্যান্য শহরের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে হামলা চালানোর ফলে বিদ্যুৎ ও পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। রাশিয়া আসলে শান্তি প্রতিষ্ঠা ও বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আগ্রহী নয়। তাদের লক্ষ্যই হলো- ধ্বংস ও মৃত্যু ঘটানো।
এদিকে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো। তবে ধারণা করা হচ্ছে, রোববার ক্রিমিয়ার সেভাস্তপোল বন্দরের কাছাকাছি রুশ নৌবহরে ১৬টি ড্রোন ছোড়ার দায় ইউক্রেনের ওপর চাপায় রাশিয়া। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই এমন মিসাইল বর্ষণ করেছে তারা।
রাশিয়া ও ইউক্রেন বিশ্বের অন্যতম খাদ্যশস্য রপ্তানিকারক দুটি দেশ। খাদ্যশস্য রপ্তানিতে এ দুই দেশের মধ্যকার দ্বন্দ্বে এ বছরের প্রথম দিকে সারাবিশ্বে খাদ্যসংকট দেখা দেয়। অনেকের মতে, যুদ্ধ চলমান থাকলে ও ইরোপের সঙ্গে রাশিয়ার সম্পর্কে এমন অবনতি ঘটতে থাকলে খুব শিগগির সারাবিশ্বে মহামন্দা দেখা দেবে।
এ বছরের ২৬ সেপ্টেম্বর রাশিয়া ও ক্রিমিয়াকে সংযুক্তকারী কার্চ সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ঘটার পরই ইউক্রেনে হামলার তীব্রতা বাড়ায় রাশিয়া।
সূত্র: রয়টার্স
এসএএইচ