ভালোবাসা দিবস বর্জনে পাক রাষ্ট্রপতির আহ্বান


প্রকাশিত: ১১:২৯ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

পাকিস্তানের রাষ্ট্রপতি মামনুন হুসেইন ভালোবাসা দিবস উদযাপন না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। ইসলামাবাদে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, দেশীয় সংস্কৃতির সঙ্গে ভালোবাসা দিবসের কোনো সম্পর্ক নেই। সুতরাং এটি বর্জন করতে হবে।

এর আগে পাকিস্তানে ভালোবাসা দিবস উদযাপন নিষিদ্ধ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বিতর্ক ছড়িয়ে পড়ে। তবে এবার সেই গুঞ্জন সত্যি হলো রাষ্ট্রপতির আহ্বানের মাধ্যমে।

পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মামনুন হুসেইন বলেন, ভালোবাসা দিবস মুসলিম ঐতিহ্যের কোনো অংশ নয়; এটা পশ্চিমা সংস্কৃতি, আমাদের ধর্মীয় এবং জাতীয় স্বকীয়তা ধরে রাখতে হবে।

পেশাওয়ারের কাছে কোহাট জেলা কর্তৃপক্ষ দোকানপাটে যেন ভ্যালেন্টাইন কার্ড এবং কোনো রোমান্টিক জিনিসপত্র বিক্রি করা না হয় তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। তবে এর কোন কারণ জানায়নি কর্তৃপক্ষ। কট্টর ইসলামপন্থী দল কোহাট জেলার ক্ষমতায় আছে।

পাকিস্তানের কট্টর ইসলামপন্থীরা এর আগেও ভ্যালেনটাইন’স ডে পালনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিল।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।