বিদায় নিলেও বছরে মোটা অঙ্কের ভাতা পাবেন লিজ ট্রাস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২২ অক্টোবর ২০২২
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন লিজ ট্রাস। মাত্র ৪৫ দিনের মাথায় তাকে ক্ষমতা ছাড়তে হয়। তবে দেশটির নিয়ম অনুযায়ী বাকি জীবন তিনি সরকারি ভাতা পাবেন। জানা গেছে, বছরে তিনি এক লাখ ১৫ হাজার পাউন্ড পাবেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লিজ ট্রাস ছয় সপ্তাহের মেয়াদে একটি ব্যর্থ অর্থনৈতিক পরিকল্পনা উপস্থাপন করেছেন। তাছাড়া এই সময়ে দলের সদস্যদের মধ্যেও চরম বিভাজন দেখা গেছে। যুক্তরাজ্যের ইতিহাসে তিনি হতে যাচ্ছেন সবচেয়ে কম সময় দায়িত্বপালনকারী প্রধানমন্ত্রী।

তবে সবচেয় কম সময় দায়িত্বপালন করলেও পাবলিক ডিউটি কস্ট অ্যালাউন্সের অধীনে প্রত্যেক বছর তিনি এই নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন। ১৯৯০ সালে ব্রিটিশ সরকার প্রবর্তিত আইন অনুসারে দেশটির সাবেক প্রধানমন্ত্রীদের জীবনযাত্রার জন্য ভাতা বরাদ্দ করা হয়। সাবেক প্রধানমন্ত্রীদের কার্যালয়, সাচিবিক খরচ ও জনসাধারণের প্রতি দায়িত্বপালনের জন্য এই ভাতা দেওয়া হয়।

যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জনসাধারণের প্রতি দায়িত্ব পালনের জন্যই মূলত এই অর্থ প্রধান করা হয়। দেশটির সব সাবেক প্রধানমন্ত্রীই এই অর্থ পাওয়ার যোগ্য।

২০১১ সাল থেকে বছরে এক লাখ ১৫ হাজার পাউন্ড ভাতা দেওয়ার নিয়ম করা হয় পিডিসিএ-এর অধীনে। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী প্রতিবছর এটি পর্যালোচনা করেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সাংবাদিকদের সামনে নিজের পদত্যাগের কারণ সম্পর্কে বলতে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, যে প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন, তা বাস্তবায়ন করতে না পারার কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।