হাসপাতালে পারভেজ মোশাররফ


প্রকাশিত: ১১:৫৮ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান পারভেজ মোশাররফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে বসে আলাপ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ট্রাইবের এক প্রতিবেদনে বলা হয়েছে, অল মুসলিম লিগের প্রধান, সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে বসে সময় গল্প করার সময় হঠাৎ তিনি অচেতন হয়ে পড়েন। পরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তাকে পিএনএস শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সাবেক এই স্বৈরশাসকের শরীর পরীক্ষা করার জন্য একদল বিশেষজ্ঞ চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছে। অচেতন হয়ে পড়ার কারণ জানতে তার বেশ কয়েকটি পরীক্ষা করবে চিকিৎসকরা।

৭২ বছর বয়সী সাবেক এই সেনাপ্রধান এর আগেও একবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। ২০১৪ সালে আদালতে এক মামলায় শুনানির একদিন আগে হার্টের সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।