যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তুরস্কের তলব

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে আংকারা। সিরিয়ার কুর্দি ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টিকে (পিওয়াইডি) সন্ত্রাসী সংগঠন নয় বলে মার্কিন পররাষ্ট্র দফতর মন্তব্য করার একদিন পর মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। খবর আলজাজিরার।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে আংকারার উদ্বেগের কথা জানানো হয়েছে।
এর আগে সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি বলেন, সিরিয়ার পিওয়াইডিকে কোনো সন্ত্রাসী সংগঠন নয়। এদিকে, সিরিয়ার পিওয়াইডি’র সঙ্গে তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোগাযোগ রয়েছে বলে সন্দেহ আংকারার।
এ দুটি সংগঠনই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তুর্কি সরকার পিকেকে’র বিরুদ্ধে গত জুলাই থেকে সামরিক অভিযান চালাচ্ছে। চলতি সপ্তাহে মার্কিন কূটনীতিক ব্রেট ম্যাকগুর্কসহ একটি প্রতিনিধিদল সিরিয়ার কুবানি শহরে কুর্দি যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান।
এসআইএস/আরআইপি