নিউজিল্যান্ডে সমুদ্রসৈকতে আটকা পড়ে ২৫০ পাইলট তিমির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০২ পিএম, ০৮ অক্টোবর ২০২২
দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়ায় ২০০ তিমির মৃত্যু হয়

নিউজিল্যান্ডের প্রত্যন্ত চ্যাথাম দ্বীপের সমুদ্র সৈকতে আটকা পড়ে প্রায় ২৫০ পাইলট তিমির মৃত্যু হয়েছে। দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। খবর স্ট্রেট টাইমসের।

নিউজিল্যান্ডের কনজার্ভেশন বিভাগ জানিয়েছে, পাইলট তিমি মূলত ডলফিন পরিবারেরই সদস্য। শুক্রবার (৭ অক্টোবর) তিমিগুলো দ্বিপটির উত্তরপশ্চিম দিকে আটকা পড়ে।

বিবৃতিতে বিভাগটি জানায়, হাঙরের আক্রমণের ঝুঁকি থাকায় এগুলো পুনরায় ভাসিয়ে দেওয়া সম্ভব হয়নি। কারণ হাঙর মানুষ ও তিমি উভয়কেই আক্রমণ করতে পারে।

কনজার্ভেশন বিভাগ জানায়, একটি প্রশিক্ষিত দল আরও দুর্ভোগ এড়াতে বেঁচে থাকা তিমিদের সহজ প্রক্রিয়ায় মৃত্যুর ব্যবস্থা করেছে। তাছাড়া নিউজিল্যান্ড ও চ্যাথাম দ্বীপের আদিবাসীরা সহযোগিতা করতে সেখানে উপস্থিত ছিল।

বিভাগটি আরও জানায়, এখন আটকে পড়া সব পাইলট তিমিরই মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চ্যাথাম দ্বীপে তিমিদের আটকে পড়ার ঘটনা নতুন নয়। ১৯৮১ সালে এখানে আনুমানিক এক হাজার তিমি আটকে পড়ে।

মাত্র দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার প্রত্যন্ত পশ্চিম তাসমানিয়ায় ২০০ তিমির মৃত্যু হয়। যদিও এসময় ৪৪টিকে পানিতে ভাসিয়ে দিতে সক্ষম হয় সেখানের কর্তৃপক্ষ।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।