আয়ারল্যান্ডে পেট্রল স্টেশনে বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৮ অক্টোবর ২০২২

আয়ারল্যান্ডের কাউন্টি দোনেগালের একটি পেট্রল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই দুর্ঘটনার পর এখনও পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এছাড়া আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসি, এএফপি।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ক্রিসলাফ গ্রামের অ্যাপলগ্রীন সার্ভিস স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইরিশ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে একটি ভবন এবং অপর একটি অ্যাপার্টমেন্ট ভবনের একটি অংশ ধ্বংস হয়ে গেছে।

আয়ারল্যান্ডের জরুরি সেবা বিভাগের সদস্যরা দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌছান। ঘটনাস্থলের বেশ কিছু ছবিতে দেখা গেছে বিস্ফোরণে পেট্রল স্টেশনের ভবনটি ধ্বংস হয়ে গেছে।

ওই ভবনের পেছনে অবস্থিত একটি বহুতল আবাসিক ভবনও ধসে পড়েছে। স্থানীয় বাসিন্দা কিয়েরান গালাঘের জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তার বাড়ির অবস্থান মাত্র ১৫০ মিটার। তিনি জানিয়েছেন, হঠাৎ করে বোমা বিস্ফোরণের মতো শব্দ শুনতে পেয়েছেন তারা।

তিনি বলেন, সে সময় আমি আমার বাড়িতেই অবস্থান করছিলাম। আমি প্রচণ্ড শব্দ শুনতে পাই। তাৎক্ষণিকভাবে আমি বুঝতে পারি যে কিছু একটা হয়েছে। মনে হলো যেন একটা বোমা বিস্ফোরিত হলো।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।