কাবুলে মন্ত্রণালয়ের মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩০ এএম, ০৬ অক্টোবর ২০২২
ছবি: এএফপি

আফগানিস্তানের কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। স্থানীয় সময় বুধবার (৫ অক্টোবর) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: আল-জাজিরার।

বিস্ফোরণের সময় মসজিদে মন্ত্রণালয়ের কর্মী ও অতিথিরা নামাজ পড়ছিলেন মুসল্লিরা। মসজিদটি কাবুলের প্রধান সড়কে এবং কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত।

তালেবান নিযুক্ত মুখপাত্র আব্দুল নাফি টাকোর এক টুইট বার্তায় বলেন, দুঃখজনকভাবে আজ দুপুর দেড়টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার মুসল্লি নিহতের পাশাপাশি ২৫ জন আহত হন। ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত জানার পর গণমাধ্যমে জানানো হবে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে ইসলামিক স্টেটের খোরাসান (আইএস-কে) শাখা তালেবান ও সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের ওপর হামলা জোরদার করেছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর কাবুল শহরের পশ্চিমে দাশত-ই বারচি এলাকার একটি শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৩৫ জন নিহত হন। বিস্ফোরণে আহত হন আরও অনেকে।

ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।