নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড


প্রকাশিত: ০৩:০৫ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত মো. ওবায়দুর রহমান গাজী নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

জানা যায়, মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে টঙ্গীর বিসিক এলাকায় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করেন শিক্ষক মো. ওবায়দুর রহমান গাজী। এসময় কেন্দ্র পরিদর্শনে যান গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান। তিনি কেন্দ্রের ভেতর থেকে ওই শিক্ষককে হাতেনাতে নকলসহ আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসান ওই শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দেন।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান জানান, ওই শিক্ষক পরীক্ষার দায়িত্ব পালনকালে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করতে কেন্দ্রের ভেতর নকল নিয়ে যান। এসময় পরীক্ষার্থীদের মাঝে নকল সরবরাহ করার আগেই তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।