ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ চলছে


প্রকাশিত: ০৬:২৬ এএম, ৩০ নভেম্বর ২০১৪

ঢাকায় কর্মরত পেশাদার রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এর আগে শনিবার সংগঠনটির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ইলিয়াস খান।  

ডিআরইউর কার্যনির্বাহী কমিটির ২০টি পদের মধ্যে ১৩ জন ইতিমধ্যে নির্বাচিত হয়ে গেছেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয়টি কর্মকর্তা পদ এবং কার্যনির্বাহী সাতটি পদে সাতজন প্রার্থী বলে তাদের বিজয় নিশ্চিত হয়ে গেছে। তবে জ্যেষ্ঠতা নির্ধারণের জন্য সাত সদস্যপদে নির্বাচনের আনুষ্ঠানিকতা পালন করতে হবে।

এ ছাড়া সভাপতি-সাধারণ সম্পাদকসহ সাতটি কর্মকর্তা পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রোববার। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক সকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক আজমল হক হেলাল, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন বাদশা, দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দীন ও ৭১ টিভির চিফ অ্যাসাইনমেন্ট এডিটর মনির হোসেন লিটন।

সাধারণ সম্পাদক পদে চার প্রার্থী হলেন- দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক সফিউল আলম রাজা, ইনডিপেনডেন্ট টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক ইলিয়াস হোসেন, বিবিসি বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রাকিব হাসনাত সুমন ও দেশ টিভির অ্যাসাইনমেন্ট এডিটর নজরুল কবীর।

সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সাবেক সহসভাপতি সাব্বির মাহমুদ ও বর্তমান সহসভাপতি রফিকুল ইসলাম আজাদ।

যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিটিভির সহকারী বার্তা সম্পাদক সালাম ফারুক ও ডেইলি স্টারের সিনিয়র অনলাইন জার্নালিস্ট ফেরদাউস মোবারক।

সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন  ডেইলি সানের শওকত আলী খান লিথো ও আলোকিত বাংলাদেশের রিয়াজ চৌধুরী।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তিন প্রার্থী হলেন- বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সৈয়দ সোহরাব, নয়া দিগন্তের মঈনউদ্দীন খান ও অর্থনীতি প্রতিদিনের কামরুজ্জামান কাজল।

অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বর্তমান অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম।  দফতর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রাইম নিউজের মেহ্দি আজাদ মাসুম। নারীবিষয়ক সম্পাদক পদে আইরিন নিয়াজী মান্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

এ ছাড়া বর্তমান সাংস্কৃতিক সম্পাদক আজিজুল পারভেজ, বর্তমান ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী খোকন নিজ পদে ও আমিনুল হক ভূঁইয়া আপ্যায়ন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

কার্যকরী সদস্যপদে প্রার্থীরা হলেন- ঢাকা টাইমসের হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব), দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সাজিদা ইসলাম পারুল, এবিসি রেডিওর শাহনাজ শারমিন, মানবকণ্ঠের হরলাল রায় সাগর, আরটিভির ফারুক খান, ওসমান গনি বাবুল ও সংগ্রামের কামাল উদ্দিন সুমন।

এবারের নির্বাচনে মোট ভোটার এক হাজার ৩০৩ জন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সমকালের সম্পাদক গোলাম সারওয়ার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।