রানি এলিজাবেথের চেয়ে বেশি হচ্ছে আবের শেষকৃত্যের খরচ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২
ছবি: সংগৃহীত

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এ শেষকৃত্যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে যাচ্ছে দেশটির সরকার। এতে দেশটির জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন এত খরচ নিয়ে।

জানা গেছে, শিনজো আবের শেষকৃত্যে প্রায় ১ দশমিক ৬৬ বিলিয়ন ইয়েন খরচ হবে, যা রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের চেয়ে অনেক বেশি।

সরকারিভাবে বিপুল অর্থ ব্যয়ে আবের শেষকৃত্যের বিরোধিতা করছেন অনেকেই। কারণ ধারণা করা হচ্ছে, রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে এক দশমিক তিন বিলিয়ন ইয়েনের কম খরচ হয়েছে। যদিও রানি এলিজাবেথের শেষকৃত্যে কত খরচ হয়েছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

জাপানে সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শিনজো আবে। চলতি বছরের ৮ জুলাই তাকে হত্যা করা হয়। টোকিওর নিপ্পন বুডোকান এলাকায় একটি রাষ্ট্রীয় শেষকৃত্য করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

এক তদন্তে দেখা গেছে, শিনজো আবের নিরাপত্তায় গুরুতর ত্রুটি ছিল। নির্বাচনী প্রচারণায় আবে যখন ভাষণ দিচ্ছিলেন তখন ৪১ বছর বয়সী বন্দুকধারী আবের পেছনে ছিলেন। সেখান থেকেই তাকে গুলি করতে সক্ষম হন ওই বন্দুকধারী।

এদিকে ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) সেন্ট জর্জ চ্যাপেলে তাকে সমাহিত করা হয়।

সূত্র: বিবিসি, এনডিটিভি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।