ভাওয়ালের মেজকুমার ও সন্ন্যাসী রাজা
প্রাগৈতিহাসিক অরণ্য আর পাহাড়ঘেরা ভাওয়াল পরগণার ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতি নিয়ে এসেছে সাংবাদিক আতাউর রহমানের গ্রন্থ ‘ভাওয়ালের মেজকুমার ও সন্ন্যাসী রাজা’।
বইটি সোমবার থেকে অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে। গ্রন্থটি প্রকাশ করেছে ভাওয়াল প্রকাশনী।
বাংলা একাডেমি প্রাঙ্গনের ৭৩ নম্বর স্টলে এটি পাওয়া যাচ্ছে। বইটি সাবলীল ভাষায় ও বর্ণনায় পাঠকের হৃদয় কাড়বে বলে লেখকের বিশ্বাস।
এসইউ/এমএইচ/একে/এবিএস