সম্পাদকরা প্রমাণ করেছেন তারা ষড়যন্ত্রের অংশীদার


প্রকাশিত: ০২:১২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

সম্প্রতি ইংরেজি পত্রিকা ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনামের করা মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন সম্পাদকরা প্রমাণ করেছেন তারা এ দেশের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশীদার।

সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে এ কথা বলেন তিনি।

সভায় সাম্প্রতিক সময়ে এক টেলিভিশন টক শোতে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বক্তব্য নিয়ে দলীয় ফোরামে এখনও আলোচনা হয়নি জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ঘটনার আট বছর পর একটি দৈনিকের সম্পাদক এ বিষয়টি স্বীকার করলেন, ‘তারা এটা ভুল করেছেন’। কিন্তু এ ভুলের জন্য দেশবাসীর যে ক্ষতি হয়েছে, শেখ হাসিনাকে কারা নির্যাতিত হতে হয়েছিল। সারা বিশ্বের কাছে শেখ হাসিনার সম্মান ক্ষুণ্ন হয়েছিল ও অপমানিত হতে হয়েছিল। তার দায়ভার কে নেবে?  এর দায়ভার এড়ানোর সুযোগ নেই।
 
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এ স্বীকারোক্তির মধ্য দিয়ে জাতির কাছে পরিষ্কার হয়েছে ১/১১ প্রেক্ষাপটে যে শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য ষড়যন্ত্র ছিল। সে কারণে বিভিন্ন পত্রিকায় ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করা হয়েছিল। এ কারণে প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। মিথ্যা কাল্পনিক অভিযোগে তিনি ১১ মাস কারগারে ছিলেন। যার বিরুদ্ধে সারা দেশের মানুষ প্রতিবাদ জানিয়েছিল।

হানিফ বলেন, আমরা আশা করছি তিনি তার ভুল স্বীকার করেছেন। তাই তার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে এবং রাজনৈতিকভাবে কি সিদ্ধান্ত নেয়া হবে তা আপনাদের কাছে পরে জানাতে পারবো। তবে আমরা মনে করি, এমন অনৈতিক কাজ করে সম্পাদক সাহেবরা প্রমাণ করেছেন তারা অনেক সময় এ দেশের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশীদারিত্ব ছিলেন। তাই আমরা সরকারের কাছে দাবি জানাবো এ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রাষ্ট্র আইনানুগ ব্যবস্থা নেবে।
 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির অপর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বীর বাহাদুর, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক প্রমুখ। এর আগে যৌথসভায় সভাপতিত্ব করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
 
এএসএস/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।