সোনামসজিদ স্থলবন্দরে কারপাস প্রথার উদ্বোধন
দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরকে দুর্নীতিমুক্ত করতে কারপাস প্রথার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সোনামসজিদ কাস্টমস চত্বরে আনুষ্ঠানিকভাবে এ প্রথার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমদানি-রফতানি বাণিজ্যকে দুর্নীতিমুক্ত করার লক্ষে এ কারপাস প্রথা চালু করা হয়েছে। ভারত থেকে রফতানিকৃত পণ্য তিনটি চালান রশিদের মাধ্যমে বাংলাদেশে সরবরাহ করা হবে। ফলে ওইসব রশিদে রফতানিকৃত পণ্যের নাম, তালিকা, ওজন ও রকমারি তথ্য উল্লেখ থাকবে।
অপরদিকে সিঅ্যান্ডএফ এজেন্টসহ বন্দর সংশ্লিষ্টরা জানান, কারপাস প্রথা চালু হলে সিঅ্যান্ডএফ এজেন্টদের জনবল বৃদ্ধি করতে হবে এবং খরচ বৃদ্ধি পাবে। এছাড়া বিগত দিনের তুলনায় আমদানি-রফতানি কম হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
পরে সোনামসজিদ জিরো পয়েন্টে পাইরা উড়িয়ে দুই দেশের কারপাস প্রথার মাধ্যমে গাড়ি পারাপারের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের আয়োজনে রাজশাহীর কাস্টমসের যুগ্ম কমিশনার মাহমুদুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট ড. আবদুল মান্নান শিকদার।
বিশেষ অতিথি ছিলেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুল আলম, ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আহমেদ জুনাইদ আলম খান, ভারতের মালদা কাস্টমসের সহকারী কমিশনার সুকুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ, আমদানি রফতানি গ্রুপের সভাপতি কবিরুল ইসলাম।
মোহাঃ আব্দুল্লাহ/এফএ/এমএএস/পিআর