তুরস্কে নৌকাডুবে ৩৩ শরণার্থীর মৃত্যু


প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

তুরস্ক উপকূলে গ্রীসের লেসবস দ্বীপের কাছে যাত্রীবাহী দুটি নৌকাডুবে অন্তত ৩৩ শরণার্থীর প্রাণহানি ঘটেছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো অনেকে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু ও দোগান নিউজ অ্যাজেন্সি বলছে, গ্রিসের লেসবস দ্বীপের কাছে নৌকাডুবে ২২ শরণার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া তুরস্কের ইজমির প্রদেশের দক্ষিণে দিকিলিতে অপর নৌকাডুবির ঘটনায় ১১ জন মারা গেছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌকাডুবে অন্তত ৩৭৪ শরণার্থী নিহত হয়েছে। তুরস্ক হয়ে গ্রিসের ভেতর দিয়ে  ইউরোপে প্রবেশের জন্য লেসবস দ্বীপ শরণার্থী বেশি ব্যবহার করছে। ফলে বিভিন্ন সময়ে এই দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনা ঘটছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।