অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে বরিশালে ভূমিহীনদের বিক্ষোভ


প্রকাশিত: ১০:৫০ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

বরিশালের রসুলপুর চরের খাসজমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রকৃত ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্তের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা কৃষক ফেডারেশন ও কৃষাণী সভা। সোমবার বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে ভূমিহীনরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, রসুলপুর চরের পঁচিশ একর খাসজমি রাজনৈতিক ক্ষমতাবলে দখল করে সেখানে পাকা, আধাপাকা দালান নির্মাণ করা হচ্ছে। দখল করা জমি প্লট আকারে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দখলদাররা। একই অবস্থা দেশের প্রায় সব জেলা-উপজেলাগুলোতে। কোনো কোনো এলাকায় খাসজমি বন্টন করা হলেও প্রকৃত ভূমিহীনরা জমি পায়নি। দেশের সংবিধান অনুযায়ী দেশের খাস জমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবি জানান বক্তরা।

কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি হারুন ভান্ডারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি বদরুল আলম, সুইডেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি পার এরিকসন, কৃষাণী সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন প্রমুখ।

সাইফ আমীন/এফএ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।