ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১


প্রকাশিত: ০৮:৫২ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব হাসান সুমন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার সময় ফুলবাড়ীর রাঙ্গামাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিব হাসান সুমন উপশহরের ৫ নং ব্লকের মৃত গোলাম মোস্তফার ছেলে। তিনি সিস্ফনি মোবাইল কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

উপশহর সমাজ কল্যাণ সমিতির সভাপতি আফতাব আলম বাবু জানান, রাজিব হাসান সুমন প্রতিদিনের মতো কোম্পানি থেকে মোবাইল ফোন নিয়ে মোটরসাইকেল করে ফুলবাড়ীতে যাচ্ছিলেন। পথে রাঙ্গামাটি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সামনের চাকা পাংচার হলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। এসে তিনি গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কত্যবরত চিকিৎসক আরিফ হাসান তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এসএস/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।