পিএসসি পরীক্ষা বাতিলের দাবি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার নামে কোমলমতি শিশুদের উপর অসহনীয় মানসিক চাপ দেওয়া হচ্ছে উল্লেখ করে ‘পিএসসি’ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে উদ্বিগ্ন অভিভাবকরা। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, সরকার ২০১৮ সাল থেকে পিএসসি পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন এটা সরকারের প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু আমাদের দাবি হল ২০১৮ সাল নয়, ২০১৬ সাল থেকেই এ পরীক্ষা বন্ধ করতে হবে।

তারা অরো বলেন, জিপিএ-৫ এর মূলা ঝুলিয়ে স্কুলগুলোতে কোমলমতি বাচ্চাদের উপর বাড়তি পড়ার চাপ প্রয়োগ করা হচ্ছে। অভিভাবকরা  স্কুল ও কোচিংয়ের পড়া শেষ করতে রাত ১২টা পর্যন্ত পড়াতে বাধ্য হচ্ছেন। এ চাপ অবিলম্বে বন্ধ করতে হবে।

মানববন্ধন শেষে শিক্ষা মন্ত্রণালয়ে স্বারক লিপি প্রদান করা হবে বলেও জানান অভিভাবকবৃন্দরা। মানববন্ধনে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের অভিভাবকরা অংশ নেয়।

এএস/আরএস/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।