চট্টগ্রামে মাশরাফি-তাসকিনরা


প্রকাশিত: ০৬:০৬ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

ঘরের মাঠে এশিয়া কাপ। এরপই রয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। আর এই দুই আসরকে সামনে রেখে চট্টগ্রামে আবারো প্রস্তুতিতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এ উদ্দেশে রোববার চট্টগ্রামের উদ্দেশ্য ঢাকা ছাড়ে মাশরাফি-তাসকিনরা। এর আগে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে থাকা ২৭ ক্রিকেটারকে নিয়ে খুলনায় প্রাথমিক ক্যাম্প শুরু করেছিলো টাইগাররা।

গত ৩১ জানুয়ারি খুলনার ক্যাম্প থেকে ছুটি মিলেছিল মাশরাফিদের। প্রায় এক সপ্তাহের দিন ছুটি শেষে আবারও অনুশীলনে নামছে টাইগাররা। কিন্তু চট্টগ্রামের অনুশীলনে নামতে হবে দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাড়া। সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দুবাইয়ে রয়েছেন। চট্টগ্রামে মাশরাফিদের প্রস্তুতি শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই টি-টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে। কিন্তু এখনো হয়নি এশিয়া কাপের দল ঘোষণা। তবে খুব তাড়াতাড়িই হবে।

এমআর/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।