বসনিয়ায় হিজাবের ওপর নিষেধাজ্ঞা দেয়ায় বিক্ষোভ


প্রকাশিত: ০৫:৩৩ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানী সারায়েভোর আদালত এবং অন্যান্য সরকারী প্রতিষ্ঠানে স্কার্ফ বা হিজাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রায় দুই হাজার নারী। রোববার এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সম্প্রতি দেশটিতে নতুন করে হিজাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বসনিয়ার জুডিশিয়াল কাউন্সিল সমস্ত বিচারিক প্রতিষ্ঠানে ধর্মীয় চিহ্নসূচক যে কোনো ধরণের পোশাক পরিধানে নিষেধাজ্ঞা আরোপ করে।

রোববার জুডিশিয়াল কাউন্সিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানী সারায়েভোতে বিক্ষোভে বিক্ষোভে নামে প্রায় দুই হাজার নারী। এসময় অনেকেই হিজাবের পক্ষে নানা স্লোগান দেন। হিজাব আমার অধিকার লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় বহু নারীকে। দেশটির মুসলিম রাজনীতিবিদ এবং ধর্মীয় নেতৃবৃন্দও নতুন এই নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন।

উল্লেখ্য, দেশটির প্রায় ৪০ভাগ মুসলিম, বাকীরা অর্থডক্স অথবা ক্যাথলিক খ্রিষ্টান।

জেএইচ/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।