কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশসহ নিহত ২
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় এক হাইওয়ে পুলিশ সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ পুলিশ সদস্য। সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজারে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান দায়িত্ব পালন করছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান ইলিয়টগঞ্জ ফাঁড়ির হাইওয়ে পুলিশের পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই কনস্টেবল রোকন উদ্দিন ও কাভার্ডভ্যানের হেলপার মারা যায়। এ সময় আহত হয়েছেন পুলিশের কনস্টেবল আবুল কাশেম ও আব্দুল হক। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ইলিয়গঞ্জ ফাঁড়িতে রাখা হয়েছে।
কামাল উদ্দিন/এসএস/এসএম