নিউইয়র্কে সুরঞ্জিত সেনগুপ্তদের অভ্যর্থনা


প্রকাশিত: ১২:৫১ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

আওয়ামী লীগের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় সংসদের আইনবিচার ও সংসদবিষয়ক কমিটির সভাপতি সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, ডা. ইনামুর রহমান, কাজি ফিরোজ রশিদ, এবং সাবের হোসেন চৌধুরীকে নিউইয়র্কে অভ্যর্থনা প্রদান করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় এমিরাত এয়ারযোগে নিউইয়র্কের জেএফকে আন্তজার্তিক বিমানবন্দরে পৌঁছলে তাদের অভ্যর্থনা জ্ঞাপন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।


এসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, উপদেষ্টা সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, উপদেষ্টা রমশ নাথ, সাংগঠনিক সম্পাদক আবদুর রহীম বাদশা, চনদন দত্ত, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম আতিক, আওয়ামী লীগ নেতা হিরু ভুইয়া, বদরুল হোসন খান, শাহাদত হোসেনস, আবদুস সহিদ দুদু মনির, যুক্তরাষ্ট্র যুবলীগর সাধারণ সম্পাদক ফরিদ আলম, নিউইয়র্ক স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সেবুল মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শাখার সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, সহ-সভাপতি দুরুদ মিয়া রুনেল, প্রমুখসহ যুক্তরাষ্ট্র আওয়া মীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।